কলকাতা

অবশেষে কলকাতা সহ রাজ্য জুড়ে মুষলধারে বৃষ্টি

কলকাতাঃ অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতা এবং হাওড়া, হুগলি, বর্ধমানেও। মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তর ২৪ পরগণায়। মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ কলকাতায় বৃষ্টি নামে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বাকি জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে। তুমুল বৃষ্টিতে উত্তর সিকিমে আটকে পড়েছেন এ রাজ্যের বহু পর্যটক। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, মঙ্গলবার বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।