অসম: অসমে ক্রমশ অবনতির হচ্ছে বন্যা পরিস্থিতি। ১৭টি জেলার ৭০০ গ্রামের প্রায় ৪ লক্ষ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাধিক জায়গা থেকে ধসের খবর মিলেছে। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিপদসীমার কাছাকাছি পৌঁছতে আর বেশি দেরি নেই ব্রহ্মপুত্রের। সতর্কতার সীমা ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে জলস্তর। অতিরিক্ত বৃষ্টির ফলে এলাকার একাধিক জায়গায় ধস নামে। ধসের ফলে দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, প্রায় ১৩ হাজার হেক্টরেরও বেশি কৃষিজমি বন্যায় ভেসে গিয়েছে। এখনও রাজ্যের অনেক জেলায় চলছে অঝোরে বৃষ্টিপাত। ৪ লক্ষ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৭টি জেলার ৭০০টি গ্রাম বিপন্ন।
Related Articles
ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর-পূর্ব ভারত, কম্পন আরও তিন মহাদেশে
সোমবার রাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। শুধু মণিপুর নয়, কম্পন অনুভূত হয়েছে গুয়াহাটি-সহ অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম-সহ প্রায় উত্তরপূর্ব ভারতের সব রাজ্যেই। তবে দুটি ভূমিকম্পই হয়েছে মাঝারি মাপের।প্রথম ভূমিকম্পটি হয় রাত আটটা বেজে বারো মিনিটে। তার ১৩ মিনিট পর হয় দ্বিতীয় ভূমিকম্প। প্রথম ভূমিকম্পটি রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫.৫। এটির কেন্দ্রস্থল ছিল […]
আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন, লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর মোদির
রাম মন্দিরে রাম লালা প্রতিষ্ঠা হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। সম্ভবত তার পরেই বেজে যেতে পারে লোকসভার নির্বাচনের দামামা। তার আগেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ঘোষণা, আাগামী ৫ বছর দেশের ৮০ কোটিরও বেশি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমাসে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটের প্রচারের ময়দানে নেমেছেন নরেন্দ্র […]
Pahalgam Terror Attack : চরম ইন্টেলিজেন্ট ফেলিওর, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গিরা হামলা, মৃত একাধিক, গুরুত্বর জখম ২০
চরম ইন্টেলিজেন্ট ফেলিওর। ভূস্বর্গে আক্রান্ত পর্যটকরা ! মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালিয়েছে ৷ এই হামলায় কয়েকজনের মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ২০ জন পর্যটক জখম হয়েছেন বলে খবর ৷ এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী ৷ জঙ্গিদের খোঁজে […]