বুধবার ভোর রাত থেকেই কলকাতা সহ পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টি। সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আজ ভোর থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪২.৬ মিমি।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনভর কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার জেরেই আগামী ১০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।