আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। এর জেরে ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। এই দফায় কলকাতা ও সংলগ্ন এলাকায় দু’একদিন ঝড়বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন। রবিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে। মঙ্গলবারও তা অব্যাহত ছিল। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কম থাকায় এদিন ঝড়বৃষ্টি মাত্রা কিছুটা কমে যায়। আজ বুধবার থেকে তা ফের বাড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কারণ বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। পাশাপাশি ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপ অক্ষরেখাটি আরও সক্রিয় হবে।