এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ নামল শহরে। রাজ্যে ফিরল শীতের আমেজ। আজ, বুধবারও শীতের দাপট থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে আবার ফিরবে শীতের আমেজ। আজ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সপ্তাহ শেষে অর্থাৎ শুক্র, শনি ও রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।