বিদেশ

আর্থিক মন্দার কবলে পড়া রাষ্ট্রসংঘের তহবিল তলানিতে

রাষ্ট্রসংঘ: শুধুমাত্র ভারত নয়। বিগত কয়েকবছর ধরেই সাড়া বিশ্বে চলছে আর্থিক মন্দা। এবার সেই মন্দার রেশ এসে পড়ল রাষ্ট্রসংঘের তহবিলে। একথা জানিয়েছেন খোদ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরস।রাষ্ট্রসংঘের আর্থিক ভাঁড়ার এখন বেশ তলানিতে। এই মুহূর্তেই ঘাটতি রয়েছে ২৩ কোটি ডলার। যে পরিমাণ অর্থ বর্তমানে রাষ্ট্রসংঘের মানিটারি ফান্ডে রয়েছে, চলতি অক্টোবরেই তা শেষ হয়ে যেতে পারে বলে বিবৃতি দিয়েছেন মহাসচিব।ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মহাসচিব ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে চিঠি দিয়ে তা জানিয়েও দিয়েছেন। পাশাপাশি আর্থিক দৈনদশায় জর্জরিত সংগঠনের কর্মচারীদের বেতন নিয়ে অস্থায়ী কোনও কর্মসূচী গ্রহণ করতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, বর্তমানে রাষ্ট্রসংঘে নিযুক্ত সদস্য দেশের সংখ্যা ১৯৩ ও কর্মচারীর সংখ্যা ৩৭ হাজার। ঘাটতি মিটিয়ে কী করে এতসংখ্যক কর্মচারীর বেতন দেওয়া যায় তা নিয়ে বেশ চিন্তায় রাষ্ট্রসংঘের কর্মকর্তারা।খরচের বহরে রেশ টানতে ইতিমধ্যেই বেশ কিছু পজিটিভ পদক্ষেপ গ্রহণ করেছে রাষ্ট্রসংঘ। যেমন শুধুমাত্র বিশেষ কারণ ছাড়া রাষ্ট্রসংঘের কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বৈঠক ও স্থগিত করার কথা বলা হয়েছে।কিন্তু মহাসচিবের উদ্বেগের পরও রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া মেলেনি বলে সংগঠনের বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে।