ফের বনদপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ল আরও একটি চিতা। চিতাটি ধরা পড়েছে আলিপুরদুয়ারের কালচিনি এলাকার বিচ চা বাগানে। শনিবার ভোরে চিতাটির গর্জন শুনে বাগানের শ্রমিকরাই প্রথম বন দপ্তরে খবর দেয়। বন কর্মীরা এসে চিতাটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়।