আজ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের গোপালপুর চা বাগান থেকে সেগুন গাছের দশটি গুঁড়ি বাজেয়াপ্ত করলেন বনকর্মীরা। এদিন খবর পেয়ে ধূমচী বিট ও দক্ষিণ খয়েরবাড়ি বিটের কর্মীদের সঙ্গে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা অভিযানে নামেন। বনদপ্তর সূত্রের খবর, নদীর পাড়ে ও পার্শ্ববর্তী মাঠে গুঁড়িগুলি ফেলে রাখা হয়েছিল। বনদপ্তরের সন্দেহ, চা বাগান সংলগ্ন ধূমচী বনাঞ্চল থেকে সেগুন গাছগুলি কেটে আনা হয়েছিল। বাজেয়াপ্ত করা গাছের গুঁড়িগুলির আনুমানিক বাজারদর প্রায় দেড় লক্ষ টাকা বলে বনদপ্তর।