আহত চিতার সঙ্গে ছবি তুলতে গিয়ে বিপত্তি, চিতার থাবায় আহত হয়েছেন এক যুবক। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ এশিয়ান হাইওয়ে পার হতে গিয়ে বেপরোয়া গতির এক ছোটো গাড়ির ধাক্কায় জখম হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘটি রাস্তার পাশে গিয়ে পড়ে। পুলিশ ও বন দফতর একটু দেরিতে আসায় দীর্ঘক্ষণ ওই চিতাটি রাস্তার পাশেই ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। সেই সময় সেখানে ভির করে থাকা মানুষদের মধ্যে এক যুবক সেই আহত চিতাটির কাছে গিয়ে মোবাইলে সেলফি তুলতে যান। তখনই চিতাটি
আচমকা থাবা বসায় ওই যুবকের ঘাড়ে। চাতাটির আক্রমণের হাত থেকে কোনও রকমে বেঁচে পালায় ওই যুবক। ওই সময় ভয় পেয়ে ভির করা মানুষজন ইট-লাঠি ছুড়ে মারতে থাকে আহত চিতাটিকে। তবে পুলিশ এসে যাওয়ায় এযাত্রা মৃত্যুর হাত থেকে রেহাই পায় আহত চিতাটি। এরপর খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের কর্মীরা জখম চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে সেখানেই জখম চিতাটির চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকালে ফালাকাটা ব্লকের দলগাও চা বাগান এলাকায় চিতাটি জাতীয় সড়ক পার হচ্ছিল। সেইসময় দ্রুতগতিতে আসা একটি ম্যাজিক ভ্যান তাঁকে ধাক্কা মেরে পালায়।