কলকাতাঃ ইকো পার্কের চিলড্রেনস পার্কে জলাশয়ে ডুবে মৃত্যু হল এক ৪ বছরের শিশুর৷ শিশুটির নাম এস কে আবেজ৷ নারকেলডাঙার তালতলার বাসিন্দা৷ শনিবার বিকেলে মা-বাবার সঙ্গে শিশুটি ইকো পার্কে যায়৷ ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে চিলড্রেনস পার্কে নিখোঁজ হয়ে যায় শিশুটি৷ খোঁজাখুঁজির পর শিশুটিকে না-পেয়ে পুলিশে খবর দেন পরিবার৷ দ্রুত বিপর্যয় মোকাবিলা দল শিশুটিকে খোঁজা শুরু করে৷ জলাশয়ে নামানো হয় ডুবুরি৷ সন্ধেয় শিশুটিকে উদ্ধার করে ডুবুরিরা৷ কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা৷ ঘটনায় ইকো পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি প্রশ্ন উঠছে, শিশুটির পরিবারের গাফিলতি নিয়েও৷