হক জাফর ইমাম, মালদা: ইসকনের রথযাত্রাকে ঘিরে হাজারো মানুষের সমাগম মালদা শহরে। মালদা ইসকনের ১৫ তম রথযাত্রা শুরুহয় মালদা শহরের নেতাজি মোড় থেকে। আনুষ্ঠানিকভাবে রথের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস কুন্ডু সহ অন্যান্য অতিথিরা। বৃহস্পতিবার বিকাল ৩টা নাগাদ, মালদা শহরের নেতাজি মোড় থেকে সাড়ম্বরে শুরু হয় রথযাত্রা। প্রথমে বলরামদেবের রথ তারপর সুভদ্রা দেবীর এবং সবার শেষে জগন্নাথ দেবের রথ। রথের রশি ধরে টান দিতে হাজারো ভক্ত ভিড় জমায় সেখানে। তার সাথে বিভিন্ন বাদ্য যন্ত্রের সহযোগে হরি কীর্তন করেন ভক্তরা। আগামী সাত দিন ধরে মাসির বাড়ি অর্থাৎ মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় থাকবে তিনটি রথ। সেখানে চলবে নানান ধরনের অনুষ্ঠান। মালদা শহরের নেতাজি মোড় থেকে এই রথযাত্রা সারা শহর পরিক্রমা করে রামকৃষ্ণ পল্লী এলাকায় শেষ হয়। আগামী সাতদিন ধরে সেখানে চলবে বিভিন্ন ধরনের ধার্মিক অনুষ্ঠান।