কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোঃ ‘কষ্ট করে সব করেছি, একবার জানালও না’: মুখ্যমন্ত্রী

‘এই কাজ করতে গিয়ে চোখের জল পর্যন্ত পড়েছে। আর আজ সব কিছু করে দেওয়ার পর উদ্বোধনের আগে একবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করল না। খুব দুঃখ লাগে।’ – মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না করায় বেজায় চটেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি-সিপিএম বলছে, এটা মমতার কাজের ফল। তাঁর সরকার আগে যেমন করেছে, তারই জবাব দেওয়া হচ্ছে। এই বিষয়ে অবশেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, এই কাজের সবটাই তিনি কষ্ট করে করেছেন। অথচ তাঁকেই আমন্ত্রণ করা হল না। এতে তিনি খুব দুঃখ পেয়েছেন। শুক্রবার সংসদে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে এই ব্যাপারে মুখ খোলেন মমতা। তিনি বলেন, “এই মেট্রো রেলের কাজ কত কষ্ট করে করেছি। এই কাজ করতে গিয়ে চোখের জল পর্যন্ত পড়েছে। আর আজ সব কিছু করে দেওয়ার পর উদ্বোধনের আগে একবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করল না। খুব দুঃখ লাগে। অবশ্য এটা ওদের ব্যাপার। আমি কী করেছি তা সবাই জানে।” তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র নিন্দে করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েও যাননি রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী সুজিত বসু, সাংসদ কাকলী ঘোষদস্তিদার ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। দলের কিছু নেতার কথায়, এভাবে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে বাইরে রেখে কোনও প্রকল্প উদ্বোধন কেন্দ্র করতে পারে না। এটা তীব্র অসৌজন্যতার নিদর্শন। অবশ্য উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।