বিনোদন

‘এখন নেতারাই কমেডিয়ানদের কাজটা করে দেন’, কটাক্ষ রিচার

ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী রিচা চাড্ডা। বলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবে তাঁর নাম রয়েছে সবার শীর্ষে। সামাজিক যে কোনও বিষয় নিয়ে কিংবা রাজনৈতিক বিষয় নিয়ে মুখ খুলতে পিছপা হন না রিচা। অভিনেত্রী আর কিছুদিনের মধ্যেই শুরু করবেন তাঁর নতুন কাজ স্ট্যান্ড আপ কমেডির উপর। ওয়েবে দেখা যাবে তাঁর এই নতুন কাজ। বলিউডে এর আগে ‘ফুকরে’ সিনেমাতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। রিচার এই কাজ নিয়ে এক সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, ‘আমি নিজেকে নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করতে পছন্দ করি। যখন এই সুযোগ আসে আমার কাছে তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম একবার চেষ্টা করতে কী হয়। নির্মাতার বলেছে, তারকাদের নিয়ে খুবই মজার একটা অনুষ্ঠান করতে হবে আমাদের।’ রিচা আরও জানান, ‘বেশ কিছু বছর ধরে আমি দেখেছি অনেক মানুষ তাঁদের মনের বক্তব্য কমেডির মাধ্যমে প্রচার করেছেন। মাঝে মাঝে রাজনৈতিক ব্যক্তিরাও এই ঘটবনায় নিজেদের ব্যক্ত করে থাকেন। কেউ কেই বলে পাকিস্তান আর চিন নাকি ভারতে টক্সিক গ্যাস ছেড়ে দিচ্ছে যার জন্য দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে। আজকালকার নেতারা কমেডিয়ানদের সঙ্গে প্রতিযোগীতায় নেমে পড়েছে। তাই কমেডিয়ানরা রেগে গিয়েছেন কারণ তাদের কাজটাই তো চলে গিয়েছে।’