দেশ

‘এনআরসি তালিকায় অনেক বিদেশির নাম রয়েছে’, বললেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এনআরসি-র কড়া সমালোচনা করলেন অসমে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।  আজ অসমে এনআরসি-র যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে প্রায় ১৯ লাখ নাগরিকের নাম বাদ পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘এনআরসি যে প্রক্রিয়ায় তালিকা প্রকাশ করে তাতে অখুশি আমি। অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে।’ পাশাপাশি তরুণ গগৈয়ের দাবি, অনেক বিদেশির নাম নথিভুক্ত হয়েছে। যার ফলে বেশি সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তরুণ গগৈ। কংগ্রেসের প্রবীণ নেতা গগৈয়ের অভিযোগ, সাধারণ মানুষকে প্রতারণা করছে কেন্দ্র। ত্রুটিমুক্ত এনআরসি তালিকা প্রকাশে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে জানান তরুণ গগৈ।