জেলা

এনপিআর, এনআরসি প্রত্যাহার না করলে আন্দোলন চলবে: মমতা

দার্জিলিংঃ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বুধবার দার্জিলিংএ মিছিলে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল এনপিআর ও সিএএ বিরোধিতায়। ভানুভক্ত ভবন থেকে চকবাজার পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ভয় পাওয়ার কিছু নেই, বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এনপিআর, এনআরসি প্রত্যাহার না করলে আন্দোলন চলবে। দেশের সমস্যা লুকোতেই সিএএ। তিনি আরও বলেন, প্রতিবাদ করলেই এজেন্সির ভয় দেখানো হচ্ছে। ছাত্ররা আন্দোলন করলেই মারধর করা হচ্ছে । বিজেপি ঠিক করবে কে নাগরিক। পাহাড়ও সিএএ-এনআরসি চায় না। এদিন দার্জিলিংয়ের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন। ওরা সকালে এক, বিকেলে আরেক কথা বলে।” এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি প্রশ্ন ছুড়ে দেন – ১) আমরা যদি মিথ্যা বলি সত্যি কি সেটা বলুন? ২) নাগরিকত্ব আইনের মাধ্যমে আপনারা নিজেদের ইচ্ছা মতো কাউকে দেশে রাখবেন আর কাউকে তাড়ানোর পরিকল্পনা করেছেন কি করেননি? ৩) নাগরিকত্ব পেতে গেলে পাঁচ বছর থাকতে হবে এমন কথা বলা আছে কি নেই? নাগরিকত্ব আইন নিয়ে এই তিন প্রশ্নই শুধু নয়, সেই সঙ্গে মমতা কেন্দ্রীয় সরকারের দিকে আরও প্রশ্ন তোলেন এদিন। বলেন, দেশের অর্থনীতি বেহাল কেন? কর্মসংস্থান হচ্ছে না কেন? আপনারা শিল্প বন্ধ করছেন কেন? বেসরকারিকরণ হচ্ছে কেন?