কলকাতা পুরসভায় ওয়ার্ড ভিত্তিক সংরক্ষিত আসনের তালিকা শুক্রবার প্রকাশিত হয়ে গিয়েছে। তার পর নবান্ন শীর্ষ সূত্রে জানা গিয়েছে, শেষ পর্যন্ত কোনও অঘটন না ঘটলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই ভোট গ্রহণ হতে পারে কলকাতা পুরসভায়। সেজন্য ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করে দিতে রাজ্য নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে এও খবর, সম্ভবত কলকাতা পুরসভায় ভোট গ্রহণ হবে ৫ এপ্রিল। কারণ, ওই দিন রবিবার। ছুটির দিন। তার পরের দিন মহাবীর জয়ন্তী। সেদিনও ছুটি। ফলে কোথাও পুনর্নিবাচন করতে গেলে সময় পাওয়া যাবে। ভোটের ফল ঘোষণা হতে পারে ১০ এপ্রিল। ওই দিন শুক্রবার, গুড ফ্রাই ডে। অর্থাৎ ছুটির দিন।