বুদ্ধিজীবীদের আক্রমণ করতে গিয়ে শালীনতা অতিক্রম করলেন বিজেপির দুই সাংসদ। রবিবার বসিরহাটের সভায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও বারাকপুরের সভায় অর্জুন সিং বুদ্ধিজিবীদের শয়তান ও মমতার কুকুর বলে আক্রমণ করলেন । নাগরিকত্ব আইনের সমর্থনে এদিন বসিরহাটে একটি মিছিল করে সভা করে বিজেপি । সেখানে রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে হাজির ছিলেন সৌমিত্র । জয়প্রকাশ মজুমদারের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন তিনি । পাশাপাশি বুদ্ধিজীবীদের আক্রমণ করতে গিয়ে শালীনতা অতিক্রম করেন তিনি । সৌমিত্র খাঁ বলেন, যারা নিজেদের বুদ্ধিজীবী বলে রাস্তায় নামছেন তারা আদতে বুদ্ধিজীবী নন । তাদের বলি, আপনারা শয়তান, মমতার কুকুর । রাজ্য সরকারের কাছে থেকে নিয়মিত টাকা পান তাই নিজেদের স্বার্থের জন্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন ।” এই সঙ্গে বিজেপির এই সাংসদ বলেন, যারা পার্ক স্ট্রিটের, কামদুনির ও এখন রাজ্যের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া গণধর্ষণ নিয়ে চুপ থাকেন তারা তৃণমূল কংগ্রেসের কুকুর ছাড়া আর কী?” উল্লেখ্য কয়েকদিন আগে ‘ কাগজ আমরা দেখাব না ‘ বলে একটি ভিডিও সোশাল মিডিয়া তে ভাইরাল হয়েছে । সেখানে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অন্যান্যদের দেখা গিয়েছে । তা নিয়েও কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ। তিনি এই ‘ বুদ্ধিজীবী’ দের ধান্দাবাজ বলে কটাক্ষ ও আক্রমণ করেন । সৌমিত্রর পাশাপাশি এদিন বুদ্ধিজীবীদের আক্রমণ করেন অর্জুন সিং। বারাকপুরের একটি সভায় তিনি বলেন, নাগরিকত্ব আইনের প্রতিবাদে যারা প্রতিদিন রাস্তায় নামছেন তারা আদতে বুদ্ধিজীবী নন । এরা আগে বুদ্ধিজীবী ছিলেন, এখন তারা মমতাজীবী ।