খেলা

ওয়েস্টবেঙ্গল স্টেট হ্যান্ডবল এসোসিয়েশন-এর সভাপতি হলেন কুন্তল ঘোষ

কলকাতাঃ আজ ওয়েস্টবেঙ্গল স্টেট হ্যান্ডবল এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিন হল । নতুন কমিটি গঠন হলো এবং পুরোনো কমিটির প্রেসিডেন্ট তন্ময় রায় চৌধুরী-র জায়গাতে এলেন কুন্তল ঘোষ আর জেনারেল সেক্রেটারি সঞ্জয় আর্য-র জায়গাতে এলেন প্রদীপ কোলে। এই সভাতে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের হ্যান্ডবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রদীপ কুমার বালামুচা এবং উপস্থিত ছিলেন পুলক দেব। পুলক দেব এর উপস্থিতি ছিল কার্যত চোখে পড়ার মতো। যাতে বাংলার খেলোয়াড়রা সবার নজর এ আসেন আর তার থেকে উজ্জীবিত হয়ে নতুন প্লেয়াররা উঠে আসবেন এটা আশা করছেন নতুন প্রেসিডেন্ট কুন্তল ঘোষ। কুন্তল বাবু তার আগামী পদক্ষেপ এ আমাদের দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সাহায্যের হাত পাবেন বলে নিশ্চিত। এবং দিদির আদর্শেই  কুন্তল বাবু হ্যান্ডবলকে এগিয়ে নিয়ে যেতে চান। ফুটবল , ক্রিকেট এর মতো হ্যান্ডবল কে সবার সামনে আনিয়ে এর জনপ্রিয়তা অনেক বাড়বে। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আনা হবে নতুন খেলোয়াড়দের, এর জন্য উনি নিজে বিশেষ ভাবে দায়িত্ব নেবেন। সামনে অনেক পথ চলতে হবে আর সবার সহযোগিতা কামনা করেছেন কুন্তল বাবু। কুন্তল বাবু এইমুহূর্তে  ওয়েস্টবেঙ্গল ভলিবল এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট। বাংলা থেকে যে খেলোয়াররা ভারতীয় দলে নির্বাচিত খেলোয়াড়দেড় উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। বেঙ্গল হ্যান্ডবলের ঝাঁ চকচকে বার্ষিক সভা এক নতুন আলো দেখাচ্ছে ওয়েস্টবেঙ্গল স্টেট হ্যান্ডবল এসোসিয়েশনকে। কুন্তল ঘোষ এবং পুলক দেব এর উপস্থিতি এবং বক্তব্যে রীতিমতো আসার আলো দেখছেন ভারতীয় দলে নির্বাচিত খেলোয়াড়রা। নির্বাচিত খেলোয়াড়দের মতে কুন্তল ঘোষ এর মতো খেলা প্রেমী মানুষই পারেন এই এসোসিয়েশনকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং আমরা নিশ্চিত এবার আমাদের কোনো অসুবিধার কথা কুন্তল বাবুকে নির্দ্বিধায় বলতে পারবো।