কলকাতা জেলা

কলকাতা সহ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি

আজ সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। যার জেরে পারদ একধাক্কায় বাড়ল বেশ খানিকটা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রির কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি। হঠাৎ করে পারদ উর্ধ্বমুখী হওয়ায় ধাক্কা খেয়েছে শীতের বাড়বাড়ন্ত। আলিপুর আবহওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে থমকে গিয়েছে শীত। এর প্রভাবে রাজ্যের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাতাসে আর্দ্রতার মাত্রাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কার্যত ভারী হয়ে গিয়েছে বাতাস। এর জেরে আজ ও কাল শহরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধু কলকাতায় নয়, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। জানা গিয়েছে, অন্যান্য জেলার তুলনায় বীরভূম এবং মুর্শিদাবাদে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আজ সন্ধ্যার পর থেকেই শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে অতিভারী বৃষ্টি বেশি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে অধিকাংশ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি আগামী তিন দিন রাজ্যজুড়ে থাকবে কুয়াশার আধিক্য। ফলে ইতিমধ্যেই জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। তবে সাময়িক বিরতি পড়লেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সরলেই ফের সমহিমায় রাজ্যে ফিরবে শীত।