কলকাতা

কাটমানি ইস্যুতে নবান্নের সামনে বিক্ষোভ বিজেপির মহিলা কর্মীদের

কাটমানি ফেরতের দাবিতে আজ রাজ্য জুড়ে পথে নামল বিজেপি। বিজেপির এই আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়। কোথাও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, কোথাও পথ অবরোধ, কোথাও বিজেপি কর্মীদের মারধর, কোথাও বোমাবাজি! কী না হল এদিন! বৃহস্পতিবার সকালে নবান্নের সামনে চলে আসেন কয়েকজন বিজেপি মহিলা কর্মী। বিজেপি মহিলা মোর্চার তরফেই এই বিক্ষোভ দেখানো হয়। আচমকা সেখানে হাজির হয়ে বিজেপির পতাকা নিয়ে রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন মহিলা বিজেপি কর্মীরা। নবান্নের সামনে পুলিশ মোতায়েন থাকেই। এভাবে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের অবস্থান বিক্ষোভে তত্‍পর হয় তারা।মহিলা পুলিশ দিয়ে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর অবস্থা আয়ত্তে আনতে সক্ষম হয় পুলিশ।