আজ বুধবার রাজ্যের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের কারণেই ওই বৃষ্টি হতে পারে। কিন্তু গত সপ্তাহে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল প্রায় গোটা রাজ্যজুড়ে, তেমনটা হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, বুধবার পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কলকাতায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। তবে তার দাপট খুব বেশি থাকবে না বলেই জানিয়েছেন অধিকর্তা। তিনি বলেন, এতে দিনের তাপমাত্রা যেমন দু’থেকে তিন ডিগ্রি কমতে পারে, তেমনই সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে খানিকটা। তবে বৃষ্টিপর্ব শেষ হলে ফের ছন্দে ফিরবে শীত। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা ২ডিগ্রি কম।