হক জাফর ইমাম, মালদাঃ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে লোহা চোর সন্দেহে এক যুবককে ঘরে তালা বন্ধ করে রাখল কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নৈশ প্রহরী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা শহরের রামনগর কাছারি এলাকায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন সকালে বস্তাবন্দি করে প্রচুর লোহার সরঞ্জাম রিকশায় চাপিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলো এক যুবক বলে অভিযোগ। এরপর মালদা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রহরীরা হাতেনাতে ধরে ফেলে বলে অভিযোগ। এরপর গণধোলাই দিয়ে অফিস ঘরে তালা বন্ধ করে রাখে ওই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম, বরুণ বসাক(৩০)। তার বাড়ি মাধবনগর এলাকায়। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। অফিসের জিনিসপত্র এর আগেও চুরি গেছে। শুক্রবার সকালে লোহার সরঞ্জামগুলি চুরি করে নিয়ে পালানোর সময় ওই যুবককে ধরে ফেলে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রহরীরা। তাকে তালা বন্ধ করে রাখে তারা। এরপর ঘটনার খবর পেয়ে মালদা ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ধৃত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।