কলকাতা

কে হবেন বিধাননগরের মেয়র! জল্পনা জিইয়ে রইল

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজ বিধাননগর পৌর নিগমের মেয়র পদ নিয়ে বৈঠক নবান্নে। মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধায়ের সঙ্গে বৈঠক করলেন  কলকাতার মেয়র তথা পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, তাপস চট্টপাধ্যায় ও এমএমআইসি দেবাশীষ জানা।  উল্লেখ্য, সম্ভাব্য মেয়র হিসাবে সুজিত বোসের নাম উঠে আসলেও তিনি বৈঠকে ছিলেন না। জানা গেছে, আগামী সপ্তাহে ফিরহাদ হাকিম কাউন্সিলারদের সাথে বৈঠক করার পরই মেয়রপদে কে বসবেন তা ঠিক করা হবে। সূত্রের খবর, সম্ভাব্য নামের তালিকায় কৃষ্ণা চক্রবর্তী এগিয়ে।

ফাইল চিত্র।