জেলা

কোচবিহারে গ্রেপ্তার বিজেপি নেতা সায়ন্তন বসু

কোচবিহারঃ কোচবিহারে গ্রেপ্তার বিজেপি নেতা সায়ন্তন বসু। রবিবার কোচবিহারের সিতাইমোরে অভিনন্দন কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি। সেখানেই গিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে আগে থেকে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। আইন অমান্য করেই সেখানে জনসভা এবং মিছিলের কর্মসূচি নিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। আর সেই কারণেই গ্রেপ্তার করা হয়েছে সায়ন্তন বসুকে। এমনটাই জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে তাঁকে স্থানীয় মাথাভাঙা থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা। সায়ন্তন বসুর গ্রেপ্তারি ঘিরে উত্তপ্ত ওই অঞ্চল। বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে বচসাও শুরু হয়েছে বলে খবর মিলেছে। পুলিশের বিরুদ্ধে সভা বানচাল করার অভিযোগ তুলেছে বিজেপি।