বিদেশ

ক্যালেফোর্নিয়ায় যাত্রীবাহী বোটে অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ২৫

ক্যালেফোর্নিয়ার তীরবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে ‘কনসেপশন’ নামের একটি বোটে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।