হক জাফর ইমাম, মালদাঃ ক্লাব ঘর থেকে রহস্যজনক অবস্থায় এক সরকারি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটেছে মালদা শহরের সিঙ্গাতলা এলাকার একটি ক্লাব ঘরে। শুক্রবার সকালে ওই ক্লাবের সদস্যদের নজরে বিষয়টি আসতেই এলাকায় শোরগোল পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । পুলিশি তৎপরতায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করার পর মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাধামাধব জানা (৫৮)। তার বাড়ি সিঙ্গাতলা এলাকায়। পেশায় স্বাস্থ্য দফতরের কর্মী। তিনি গাজোল ব্লকের হাতিমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন। এছাড়াও রাধামাধববাবু সিঙ্গাতলা এলাকার প্রতিষ্ঠত কালিমন্দিরের সেবাইত ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে ওই মন্দিরে পুজো করার পরই ওই এলাকার একটি ক্লাব ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এই ব্যক্তি । এই ঘটনার পিছনে পারিবারিক কোন সমস্যা থাকতে পারে বলে ধারণা তদন্তকারী পুলিশ অফিসারদের। কিছুদিন ধরে রাধামাধববাবু মানসিক অবসাদে ভুগছিলেন। তারপর এই ঘটনাটি ঘটে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।