জেলা

​খেলতে খেলতে তলিয়ে গেল ৮ বছরের সন্দীপ

নরেন্দ্রপুর: সরকারি প্রকল্প এলাকায় খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল সন্দীপ দাস নামে এক ৮ বছরের এক বালকের। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের লস্করপুর পেয়ারাবাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে।স্থানীয় পেয়ারাবাগান এলাকার ছেলে সন্দীপ। অন্য দিনের মতোই পাড়ার আরও কয়েকজন শিশুর সঙ্গে সন্দীপ সকাল ১১টা নাগাদ খেলতে গিয়েছিল। খেলতে খেলতেই জলে পড়ে যায় সন্দীপ। প্রথমে তার সঙ্গে থাকা বন্ধুরাই সন্দীপকে খোঁজার চেষ্টা করে। কিন্তু তারা সন্দীপকে খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিষয়টি জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন ক্লাবের ছেলেরা। অনুপ সূত্রধর নামে ক্লাবেরই এক সদস্য সন্দীপকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই সন্দীপকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, কিছুক্ষণ আগেই সন্দীপের মৃত্যু হয়েছে। সন্দীপের মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়দের অভিযোগ, ওই সরকারি প্রকল্পে কোনওরকম সুরক্ষা ব্যবস্থা না করেই কাজ চলছে। যে কারণে প্রায়শই ছোটখাট দুর্ঘটনা ঘটছে সেখানে। রবিবার আরও বড় এক দুর্ঘটনা ঘটে গেল। নির্মাণকারী সংস্থার গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তবে নির্মাণকারী সংস্থার তরফে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি।