প্রথম গগনযানে মাত্র একজন মহাকাশচারীই আকাশে যাওয়ার সুযোগ পেতে পারেন। ইসরো সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। ২০২১ সালের ডিসেম্বরে এই যানের মাধ্যমে প্রথমবার মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো। এর জন্য চারজন মহাকাশচারীকে ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। কিন্তু, তাঁদের মধ্যে মাত্র একজনই মহাকাশে যাওয়ার ছাড়পত্র পাবেন বলে খবর। উল্লেখ্য, এই মিশনের জন্য প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। ভারতীয় বায়ুসেনার কোনও পাইলটকে প্রশিক্ষণ দিয়ে গগনযানে করে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে ইসরো। ২০১৮ সালের ১৫ আগস্ট লালকেল্লা থেকে ভারতের এই স্বপ্নের মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
