মিস কোহিমা প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে এক প্রতিযোগীর বিস্ফোরক উত্তরে আলোড়ন রাজনৈতিক মহলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে তাকে কী বার্তা দেবেন? এর জবাবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে ১৮ বছর বয়সী এক প্রতিযোগীর সাহসী উত্তর নজর কেড়েছে। প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগী ভিকুওনুয়ো সাচুকে বিচারকরা প্রশ্ন করেন – যদি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ পান তাহলে তাঁকে আপনি কী বলবেন? প্রতিযোগী সাচু এর উত্তরে জানান – যদি তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন – গরুর বদলে মহিলাদের প্রতি বেশি যত্নবান হোন। দেখুন ভিডিও –