দেশ

গাড়ি শিল্পে মন্দার জেরে তিন হাজার কর্মী ছাঁটাই মারুতির

গাড়ি শিল্পে মন্দার শিকার মারুতির ৩,০০০ অস্থায়ী কর্মী। সংস্থার স্থায়ী কর্মীদের উপর মন্দার প্রভাব না ফেলতে অস্থায়ী কর্মী ছাঁটাই করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। শুক্রবার এ কথা জানান সংস্থার চেয়ারম্যান আর সি ভার্গব। এ দিন ভার্গব বলেন, ‘গাড়ি শিল্পে সাম্প্রতিক মন্দার প্রভাব যাতে সংস্থার স্থায়ী কর্মীদের উপর না পড়ে সে জন্য অস্থায়ী কর্মীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর পুনর্নবীকরণ করা হয়নি। এটি ব্যবসার অঙ্গ। চাহিদা বাড়লে বেশি করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়, চাহিদা কমলে ফের তা ফের কমিয়ে দেওয়া হয়।’

প্রতীকী ছবি ।