হক জাফর ইমাম, মালদা: সহভাগী প্রক্রিয়ায় সমম্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ও বাজেট ২০১৯-২০২০ রচনার উদ্দেশ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের পরিচালনায় এদিন মালদা কলেজ দুর্গাটিঙকর সদনে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। উপস্থিত ছিলেন ডিপিআরডিও, বিভিন্ন ব্লকের বিডিওরা এবং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিকরা।
জানা যায় এদিন জেলাস্তরের প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। সহভাগী প্রক্রিয়ায় সমম্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ও বাজেট রচনার উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। তারমধ্যে গ্রাম সংসদ, গ্রাম্য বৈঠক সহ বিভিন্ন।