দেশ

গ্রিন জোনে খুলছে মদ ও পানের দোকান, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

জানা যাচ্ছে, শর্ত সাপেক্ষে মদের দোকান খোলার উপর ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এই ছাত্রপত্র দেওয়া হয়েছে শুধুমাত্র গ্রিন জোনে থাকা জেলাগুলির জন্যেই। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই বিষয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংসংস্থা এএনআই। সংবাদসংসংস্থা এএনআই সূত্র অনুযায়ী, মদের দোকান এবং পানের দোকান খোলা যাবে এবার থেকে। অবশ্য গ্রিন জোনে। শুধু তাই নয়, শর্ত সাপেক্ষে মদের দোকান এবং পানের দোকান খোলার কথা বলা হয়েছে। সংবাদসংস্থা জানাচ্ছে, মদের দোকানে যাতে ভিড় না হয় সেটা অবশ্যই দোকানদারকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশিকাতে জানানো হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে যে, দোকানদারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পরস্পরের মধ্যে যে অবশ্যই ছয় ফুটের দূরত্ব বজায় থাকে। শুধু তাই নয়, একই সঙ্গে যেন পাঁচজনের বেশি দোকানের সামনে কেউ ভিড় না করে সেই বিষয়টিকেও লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাচ্ছে ওই সংবাদমাধ্যম। মদ এবং পানের দোকানকে অবশ্যই এই নিয়ম মানলেই দোকান খোলার ছাত্রপত্র দেওয়া হতে পারে বলে জানাচ্ছে মন্ত্রক।