Posted onAuthorবঙ্গনিউজComments Off on ঘন কুয়াশার জেরে কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা বন্ধ, সমস্যায় নিত্যযাত্রীরা
আজ সকাল থাকে ঘন কুয়াশার জেরে কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দৃশ্যমান্যতা কম থাকায় দুর্ঘটনা ঘটতে পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
উপনির্বাচনের প্রচারে গিয়ে ধূপগুড়িকে পৃথক মহাকুমা করার কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে আইনি জটের কারণে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছিল না। অবশেষে সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আইনি জট কাটিয়ে পৃথক মহাকুমার স্বীকৃতি পেল ধূপগুড়ি।বৃহস্পতিবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের পরে সাংবাদিকদের সঙ্গে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই […]
কলকাতাঃ এবার থেকে এ রাজ্যেও মাস্ক পরা বাধ্যতামূলক। বাড়ি থেকে বেরলেই পড়তে হবে মাস্ক ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷ সোমবার অর্থাৎ আগামীকাল থেকেই চালু এই নিয়ম ৷ এবার মাস্ক না পড়ে রাস্তায় বেরোলেই ধরবে পুলিশ। নির্দেশ না মানলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্য সরকারের ৷ তবে এন-৯৬ বা সার্জিকাল মাস্কই […]
জলপাইগুড়িঃ রাজ্যে রেশন দুর্নীতি চলছে এই নিয়ে দিল্লি পর্যন্ত নালিশ ঠুকেছিল রাজ্য বিজেপি। জলপাইগুড়ির বানারহাটে সেই বিজেপির পার্টি অফিস থেকেই উদ্ধার হল বস্তা বস্তা রেশনের চাল। অভিযোগ, বানারহাটের তেলি পাড়ার বিজেপি পার্টি অফিসে কয়েকশো কুইন্টাল চাল মজুত করা হয়েছিল। এদিন খবর পেয়ে হানা দেয় বানারহাট থানার পুলিশ ও ফুড ইনস্পেক্টর। উদ্ধার করে কয়েকশো কুইন্টাল চাল বিজেপি […]