দেশের অর্থনীতি ধুঁকছে। শেয়ার বাজারে লাগাতার পতন অব্যাহত। টাকার দামের পতন। জিডিপি বৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে। রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে ঘাটতি। এফডিআইএ ঘাটতি। কোনও দিকেই আশার আলো নেই এই চরম সংকটপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িও পূর্বাঞ্চলের দেশগুলির উন্নয়নে ১ বিলিয়ন ডলার অর্থাৎ ৭ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে সব কা সাথ সব কা বিকাশ মন্ত্রে ভারতের বিশ্বাসের কথা জানিয়েই এই ঘোষণা করেছেন তিনি।