বিদেশ

চিনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৮০, আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ শুক্রবারেই চিনে অন্তত ১২১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কেবল মাত্র হুবেই প্রদেশেই ১১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৮০ জনে। আল জাজিরা থেকে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। হুবেই এবং এর রাজধানী উহানে এ ভাইরাস সংক্রমণে আরও ৪,৮৩৩ টি নতুন রোগীর খবর পাওয়া গেছে, যার ফলে এই প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১,৯৮৬ জনে। সব মিলিয়ে দেশব্যাপী শুক্রবার পর্যন্ত ৫০৯০ টি নতুন আক্রান্তের কবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যাটি প্রায় ৬৫ হাজারে গিয়ে দাঁড়াচ্ছে।