এমটেকের ছাত্রীর আত্মহত্যার ঘটনার পর আজ, মঙ্গলবারও পরিস্থিতি উত্তপ্ত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট) বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রয়েছেন। গেট বন্ধ করে রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের দাবি যে ঘটনা ঘটেছে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে এবং রেজিস্টারকে পদত্যাগ করতে হবে। সূত্রের খবর, আজ, মঙ্গলবারই দুপুরে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
