জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ জ্যোতি বসু সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ সেন্টারের জন্য পাঁচ একর জমি দেওয়া হল নিউটাউন রাজারহাটে। ২০১০ সালে হিডকো এই জমি দিয়েছিল। কিন্তু ২০১১ সালে ক্ষমতায় আসার পর জমি জটে আটকে গিয়েছিল এই জমি হস্তান্তর। বারবার অনুরোধ সত্ত্বেও তা পাশ করা হচ্ছিলো না। অনেক টালবাহানা পর শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস করা হয় এই জমি। গতকাল এই জমির পজেশনের কাগজ দেওয়া হয়েছে রবিন দেবকে। নবান্নে আজ একথা জানালেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।