যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই ইঞ্জিন বিশিষ্ট একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। বিমানটি ছিল বেইকক্রাফট বিই-৩৫০ কিং মডেলের। এটি একটি বেসরকারি বিমান। স্থানীয় বিমানবন্দরে নামার সময় একটি হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়।টেক্সাসের এডিসন শহরের এক মুখপাত্র বলেন, ‘ডালাস কাউন্টি হাসপাতাল পরীক্ষক বিমান দুর্ঘটনায় প্রাণহানির খবর নিশ্চিত করেছে। বিমানটির আরোহীদের কেউ জীবিত নেই।’
Related Articles
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সেলফ কোয়ারেন্টইনে
সেলফ কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র প্রধান টেডরস আধানম। আজ, সোমবার ট্যুইট করে নিজেই সে কথা জানালেন। ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘আমি একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম। আমি সুস্থ এবং আমার কোনও উপসর্গও নেই। তবুও ‘হু’ এর বিধি অনুসারে আমি কিছুদিন সেলফ কোয়ারান্টিনে থাকব। প্রটোকল মেনে বাড়ি থেকেই কাজ করব।’
এবার ৩৬০০ কর্মী ছাঁটাই করবে মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড
বিখ্যাত মার্কিন মোটরগাড়ি নির্মান প্রতিষ্ঠান ফোর্ড ৩ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি ও ব্রিটেনে কাজ করা সংস্থাটির এই কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এছাড়া ইউরোপের অন্যান্য দেশে এই সংস্থায় কর্মরত কর্মীদের থেকে ছাঁটাই করা হবে ২০০ কর্মীকে। ফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জার্মানিতে প্রোডাক্ট ডেভলপমেন্ট ও প্রশাসনিক বিভাগের ২৩০০ […]
পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ, বললেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন
পাকিস্তান নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে নিন্দার সুর। শুক্রবার কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে ডেমোক্রেটিক প্রেসিডেন্টের ভাষণে জো বাইডেন বলেন, পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। হোয়াইট হাউসের তরফে মার্কিন রাষ্ট্রপতির বিবৃতি উদ্ধৃতি করে জানিয়েছে, নিউক্লিয়ার অস্ত্রর প্রেক্ষিতে বলতেই এই মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, “আমার মনে হয় পাকিস্তান বিশ্বের বিপজ্জনক দেশগুলির মধ্যে একটি। কারণ তারা […]