কলকাতা

ট্যুইটে আক্ষেপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের

পড়ুয়াদের বিক্ষোভের জন্য নয়, বরং নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সম্মানরক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেননি তিনি। টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লেখেন, সমাবর্তন অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসার সময় আমার মনে সম্মানের বিষয়টিই ঘুরছিল। নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মান দেওয়া হচ্ছে। সেখানে সম্মান নিয়ে কোনও রকম আপোষ করার জায়গাই নেই। উপাচার্য ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সামনেই আমি ওনার ডিলিট-এ সাক্ষর করেছি। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে যোগ না দিয়ে বিক্ষোভের জেরে বাধ্য হয়েই ফিরে এসে ট্যুইট করে এভাবেই নিজের আক্ষেপ বর্ণনা করেন রাজ্যপাল জগদীপ ধনকার।