হক জাফর ইমাম, মালদা: রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং সাংসদ অর্জুন সিং-এর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থানে নামলো মালদা জেলা বিজেপি। সোমবার দুপুর তিনটা নাগাদ মালদা জেলা বিজেপি কর্মী সমর্থকরা মালদা বিজেপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গোটা শহর পরিক্রমা করে ওই মিছিল মালদা পুলিশ সুপারের অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভ বিক্ষোভ দেখায়। এই দিনের বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপি সভানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা জেলা বিজেপি সম্পাদক গোবিন্দ মন্ডল, জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জি সহ জেলার বিজেপির নেতা নেতৃবৃন্দ। এদিনের অবস্থান-বিক্ষোভকে ঘিরে পুলিশ সুপার অফিসের সামনে বিশাল পুলিশি ব্যবস্থা করা হয়।