তেলঙ্গানার আবদুল্লাপুরমেট অঞ্চলে রাজস্ব অফিসার কাজ করতেন বিজয়া রেড্ডি। সোমবার বিকালে তাঁর অফিসে ঢোকে এক জমিমালিক। আধঘণ্টা বাদে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে বিজয়া অফিসের দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসেন। তখন তাঁর গায়ে দাউদাউ করে জ্বলছে আগুন। বিজয়ার সহকর্মীরা কম্বল চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বাঁচেননি। অফিসের মধ্যে একজনকে এইভাবে গায়ে আগুন দিয়ে মেরে ফেলার পর তেলঙ্গানায় সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত জমিমালিকের নাম সুরেশ মুদিরাজু। তিনি লুকিয়ে এক বোতল কেরোসিন নিয়ে বিজয়ার অফিসে ঢুকেছিলেন। এছাড়া তাঁর সঙ্গে ছিল জমির দলিলপত্র। তাঁরও গায়ে আগুন লেগে গিয়েছিল। তাঁকে হায়াতনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক ড্রাইভার ও অফিসের অপর দুই কর্মী বিজয়াকে বাঁচাতে চেষ্টা করেছিলেন। তাঁরাও আহত হয়েছেন।