তোলাবাজি ঘিরে উত্তেজনা দেখা দিল ঘটল হাওড়া স্টেশন সংলগ্ন পার্কিং লটে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এইখানে পার্কিং লটের বরাত পাওয়া সংস্থার কাছ থেকে তোলাবাজি করা হচ্ছিল। আজ শুক্রবার দুপুরে সেই তোলাবাজির টাকা দিতে না চাওয়াতেই গোলমালের সূত্রপাত। পার্কিংয়ের অফিসে ভাঙচুরও চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি ২ লক্ষের মত টাকা লুঠ করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। পাশাপাশি ওই অফিসের কর্তব্যরত কর্মী রোহিত সিংকেও বেধরক মারধর করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে হাওড়া স্টেশনের মত এলাকায় এভাবে তোলাবাজি হয় কী করে? পুলিস পুরো ঘটনাটির তদন্ত করে দেখছে।