দক্ষিণ কলকাতার পর্ণশ্রী এলাকায় মাথায় আঘাত করে লুঠ করা হল ৩ লক্ষ টাকা। ঘটনাটি ঘটে গতকাল রাতে। পুলিস জানাচ্ছে, এদিন পর্ণশ্রীর সাতঘরা থানা এলাকা দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাওয়ার সময় পিছন থেকে বাইকে চড়ে এসে দুষ্কৃতীরা তাঁর মাথায় আঘাত করে। এরপর তাঁর কাছে থাকা নগদ ৩ লক্ষ টাকা লুঠ করে পালায়। পুলিস ঘটনার তদন্ত করছে।