‘সুপ্রভাত’ বলে শুভেচ্ছা না জানানোয় প্রকাশ্য দিবালোকে ছুরির আঘাত করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লিতে। সকাল ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে পুলিস সূত্রে খবর। আহত যুবকের নাম নীরজ সিং (২৮)। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশকে তিনি জানান, সকালে দুধ কিনে বাড়ি ফেরার পথে দু’জন তাঁর পথ আটকায়। তাদের নাম ইশরান ও বান্টি। তারপর তারা দাবি করে এলাকায় তারাই শক্তিশালী ব্যক্তি। ফলে তাদের সকালে শুভেচ্ছা জানাতে হবে। এই দাবি প্রত্যাখ্যান করলে নীরজকে চড় মারে ইশরান–বান্টি। মারের প্রতিবাদ করলে বান্টি ছুরি নিয়ে তিনবার কোপায় নীরজকে। তখনই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন নীরজ। তখন ইশরান ও বান্টি সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।