দেশ

দিল্লিতে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ, অবশেষে জানাল নির্বাচন কমিশন

দিল্লির বিধানসভা ভোটের ২৪ ঘন্টা পর জানাল কমিশন। রবিবার রাতে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানান হল, দিল্লিতে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত কমিশনের তরফে বলা হয় ৫৭.০৬ শতাংশ ভোট পড়েছে। কমিশনের তরফে এও বলা হয় যে, ফাইনাল ট্যালির পর এই শতাংশ আরও কিছুটা বাড়বে। কিন্তু ২২ঘণ্টা কেটে যাওয়ার পরও কমিশন হিসেব না প্রকাশ করায় দাগেন কেজরিওয়াল। কমিশন তার সম্পূর্ণ হিসেব না জানানোয় তোপ দেগেছিলেন কেজরি। বলেছিলেন, “শকিং! কী করছে নির্বাচন কমিশন?”  আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ভোট শতাংশের হিসেব ঘোষণা করে কমিশন।