দেশ

দিল্লিতে স্যুটকেসের ভিতর তরুণীর টুকরো করা দেহ উদ্ধার

নয়াদিল্লিঃ খুন করে দেহ টুকরো টুকরো করে ভরে রাখা হয়েছিল স্যুটকেসের ভিতর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির বাওয়ানা এলাকার। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে বাওয়ানা থানায় ফোন করে কেউ জানায় নিকটবর্তী একটি সোসাইটির কাছে একটা স্যুটকেস পড়ে রয়েছে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। স্যুটকেস খুলতেই দেখা যায় ভিতরে টুকরো করা দেহ। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে দেহটি বছর ৩০-এর কোনও তরুণীর। পুলিশ জানিয়েছে, দেহ দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে তাঁকে খুন করা হয়েছে। তারপর দেহ টুকরো করে স্যুটকেসের মধ্যে ভরে সেখানে ফেলে দেওয়া হয়। ব্যাগের মধ্যে তরুণীর জামা-কাপড়ও পাওয়া গিয়েছে।