কলকাতা

দেশীয় কাঁচামাল দিয়ে করোনার টেস্টিং কিট তৈরি করে পথ দেখালো বাংলা, স্বীকৃতি দিল আইসিএমআর-ও

পরীক্ষায় খরচ ৫০০ টাকা, আর রিপোর্ট মাত্র ৯০ মিনিটে

কলকাতাঃ বারবারই অভিযোগ উঠছিল দেশে পর্যাপ্ত করোনা টেস্ট হচ্ছে না। আর হবেই বা কী করে। যোগানই তো কম। তাছাড়া চিন যে টেস্টিং কিট ভারতে পাঠায়, সেগুলির বেশিরভাগই ভিফেক্টিভ। এই মত কঠিন পরিস্হিতিতে ভারতকে আশার আলো দেখাচ্ছে বাংলার গবেষণাগারে বঙ্গ তরুণ বিজ্ঞানীদের তৈরি করোনা কিট। যা সম্পূর্ণ দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি। জিসিসি বায়োটেক(ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের তৈরি এই কিটের নাম ‘ডায়াগশিওর এনসিওভি -১৯ ডিটেকশন অ্যাসে’। যা এরই মধ্যে আইসিএমআর-এর স্বীকৃতিও পেয়ে গেছে। পূর্ব ভারত তথা বাংলার থেকে এই প্রথম কোনও আরটি-পিসিআর কিট মান্যতা পেল। আর প্রস্তুতকারক সংস্থার দাবি, এটি দেশের সর্বপ্রথম ‘মেক ইন ইন্ডিয়া’ কিট। আর সস্তাও। যেখানে সাধারণ করোনা পরীক্ষায় আনুমানিক সাড়ে ৪ হাজার টাকা খরচ হয়। সেখানে ‘ডায়াগশিওর এনসিওভি -১৯ ডিটেকশন অ্যাসে’ করোনা পরীক্ষায় খরচ পড়বে মাত্র ৫০০ টাকা। আর রিপোর্ট পাওয়া যাবে মাত্র ৯০ মিনিটের মধ্যে। কয়েক দিন আগেই কেন্দ্র ঘোষণা করেছিল, মে মাসের শেষের দিক থেকে ভারতে প্রতি দিন এক লক্ষ করোনা টেস্ট হবে। আর বাংলায় এখন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২৫, ২১৬। জিসিসি বায়োটেক(ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের মলিকুলার ডায়াগনস্টিক ডিভিশনের প্রধান জয়দীপ মিত্র জানান, তাঁদের কাছে ৫০ লক্ষ রিয়েকশন তৈরি রয়েছে। সরকার যদি চায়, তাঁরা প্রতি মাসে এক কোটি কিট তৈরি করতে পারে। তিন বলেন, “আমাদের লক্ষ্য ‘টেস্টিং ফর অল’। যাতে বাংলা তথা দেশের সমস্ত মানুষ সস্তায় করোনা পরীক্ষা করাতে পারে সেজন্যই আমারা এই কিট তৈরি করেছি।” যেহেতু সম্পূর্ণ দেশীয় কাঁচামালে তৈরি এই কিট। এর যোগানেই সমস্যা হবে না বলে জানিয়েছে এই সংস্থা।