জেলা

ধূপগুড়িতে বাইসনের তাণ্ডব, জখম ৮

ধূপগুড়ি পুর এলাকার ১ ও ৮ নম্বর ওয়ার্ড জুড়ে বাইসনের তাণ্ডবে আহত হয়েছেন মোট ৮ জন। তাঁদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁরা ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা। রয়েছে ধূপগুড়ির বিরাট পুলিস বাহিনীও। আপাতত পূর্ণবয়স্ক বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি চালিয়ে ধরার চেষ্টা চলছে।