পথ দুর্ঘটনা কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ৷ সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে করিমপুর থেকে একটি বাস যাত্রী বোঝাই করে কৃষ্ণনগরের দিকে আসছিল ৷ ঠিক তখনই একটি জেসিবি করিমপুরের দিকে যাচ্ছিল ৷ চাপড়ার চারাতলা এলাকার কাছে এসে হঠাৎ জেসিবিটির সামনের অংশ বাসের চাকায় আটকে যায় । এরপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেপাশের একটি গাছে । আহত ১৪ জন ৷ তার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর ৷ আহত যাত্রীদের চাপড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।