কিভুদিন আগেই করোনা মোকাবিলায় ১১১কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এবার নিজের ব্যক্তিগত অফিসকে জনসাধারণের জন্য কোয়রান্টিন সেন্টার ঘোষণা করে আবারও মানবিকতার নজির গড়লেন শাহরুখ খান। শনিবার সকালে গ্রেটার মুম্বই পৌরসভার পক্ষ থেকে একটি টুইট করা হয় । সেই টুইটে শাহরুখ এবং তাঁর স্ত্রীকে এই চরম দুঃসময়ে মানুষের পাশে এই ভাবে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে লেখা হয়, ‘শাহরুখ এবং গৌরী খান তাঁদের ব্যক্তিগত চার তলা অফিসটি শিশু, মহিলা এবং বয়স্কদের কোয়রান্টিন সেন্টার হিসেবে দান করার মতো যে পদক্ষেপ নিলেন তা নিঃসন্দেহে সুচিন্তার প্রতিফলন।’
Related Articles
প্রজাতন্ত্র দিবসে বলিউড তারকাদের টুইট শুভেচ্ছা
রাজধানীর পাশাপাশি গোটা দেশ জুড়ে আজ পালন করা হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। এই প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে এক্কেবারে অন্যরকমভাবে। করোনা মহামারীর জেরে এবার অন্যরকম প্রজাতন্ত্র দিবস পালন করছে গোটা দেশ। পাশাপাশি করোনা নিয়মবিধি মেনে এবার দিল্লির প্যারেডের সময় তেমন কোনও অতিথিকে হাজির হতে দেখা যায়নি। প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও টুইট […]
স্ট্রেচ মার্ক নিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার জারিন খান
বলিউড অভিনেত্রী জারিন খান সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে জারিনের পরনে রয়েছে সাদা রঙের ক্রপ টপ। পেছনে দৃশ্যমান উদয়পুরের সরোবর। ক্যাপশনে লেখেন ‘সরোবরের শহর’। শরীরে দেখা যাচ্ছে ‘স্ট্রেচ মার্ক’। আর সেই নিয়েই প্রশ্ন তোলেন নেটিজেনরা। ট্রোল করা হতে থাকে জারিনকে। কেউ লেখেন, ‘আপনার পেটে এ কী হয়েছে!’ কেউ আবার লেখেন, […]
৩৫ বছর পর পর্দায় ফিরতে চলেছে রজনী-কমল জুটি
প্রায় ৩৫ বছর পর আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও কমল হাসান জুটিকে। তাঁরা দু’জনে একসঙ্গে ১৬টি ছবিতে অভিনয় করেছেন। তাঁদের শেষ ছবি ছিল ‘গ্রেফতার’ (১৯৮৫)। এই ছবিতে তাঁরা বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন। তবে এই জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে। ৩৫ বছর পর রজনীকান্ত-কমল হাসান দু’জনেই একই ছবিতে অভিনয় করতে […]